সারাদেশ

কুমিল্লা সদর দক্ষিণে সেই দুই পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলার প্রস্তুতি ভুক্তভোগীর

  প্রতিনিধি 25 October 2025 , 1:19:50 প্রিন্ট সংস্করণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণে পুলিশ সদস্যের বিরুদ্ধে “ডিবি পুলিশ” পরিচয়ে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আমিন (পশ্চিম বটগ্রাম, সুয়াগাজী, সদর দক্ষিণ) জানান, গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানার এএসআই জামসেদ ও কনস্টেবল আমান উল্লাহ সিভিল পোশাকে এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাকে তার নিজস্ব ফার্মে আটকে রাখা হয় প্রায় পাঁচ ঘণ্টা। পরে জিম্মি অবস্থায় ৩ লক্ষ টাকা নিয়ে তারা স্থান ত্যাগ করে।

ভুক্তভোগী পরে জানতে পারেন, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা প্রকৃতপক্ষে ডিবি নয়, বরং সদর দক্ষিণ মডেল থানার পুলিশ সদস্য। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়।

তবে ভুক্তভোগী আমিন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বদলি কোন শাস্তি নয়। জনগণের নিরাপত্তা রক্ষাকারী পুলিশই আমাকে জিম্মি করে টাকা আদায় করেছে। এতে জনগণের পুলিশের প্রতি আস্থা কমে যাচ্ছে।”

তিনি আরও জানান যে বিষয়টি সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সেলিম আহমেদকে জানানো হলেও প্রতিকার পাননি এবং আদায় করা টাকা ফেরত দেওয়া হয়নি। তাই তিনি বাধ্য হয়ে এএসআই জামসেদ ও কনস্টেবল আমান উল্লাহসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে কুমিল্লা আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতনমহল মনে করছে, গুরুতর এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।